নতুন বছরের শুরুতেই কোটি কোটি ব্যবহারকারীর জন্য ধামাকা ঘোষণা করল টেক জায়েন্ট গুগল। এতদিন পর্যন্ত জিমেইল ব্যবহারকারীদের সবচেয়ে বড় আক্ষেপ ছিল ইমেল আইডি পরিবর্তন করতে না পারা। একবার যে নামে আইডি তৈরি হতো, সারাজীবন সেটাই ব্যবহার করতে হতো। কিন্তু ২০২৬ সালের শুরুতেই সেই নিয়ম বদলে দিচ্ছে গুগল। এবার থেকে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পছন্দমতো ইমেল আইডি বা নাম পরিবর্তন করতে পারবেন।
গুগল জানিয়েছে, ‘@gmail.com’ অর্থাৎ ডোমেইন নেম ঠিক রেখে ইউজাররা তাঁদের মেল আইডির আগের অংশটি বদলে ফেলতে পারবেন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, নতুন আইডি তৈরি হলেও পুরনো অ্যাকাউন্টের কোনো ডেটা হারাবে না। পুরনো আইডিতে আসা সমস্ত ইমেল স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যাকাউন্টে রিফ্লেক্ট হবে। অর্থাৎ, কন্টাক্ট লিস্ট বা গুরুত্বপূর্ণ তথ্য হারানোর কোনো ভয় নেই।
অনেকেই দীর্ঘদিনের পুরনো ইমেল আইডি পেশাগত কারণে বা ব্যক্তিগত পছন্দের খাতিরে পরিবর্তন করতে চান। এতদিন তাঁদের নতুন অ্যাকাউন্ট খুলতে হতো, যা ছিল বেশ ঝক্কির। গুগলের এই নতুন ফিচারের ফলে সেই সমস্যা মিটে যাবে। তবে ১৫ জিবি ফ্রি গুগল ড্রাইভ স্পেস বৃদ্ধি পাবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি সংস্থাটি। ইতিমধ্যে বিশ্বজুড়ে এই ফিচার রোলআউট করা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ভারতের সমস্ত ব্যবহারকারী এই সুবিধা পাবেন।