বড়দিন উপলক্ষে উৎসবের আমেজে ভাসছে গোটা বাংলা। আর এই খুশির মরশুমে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠল নবদ্বীপ ও মায়াপুর। বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুরের ইসকন মন্দির থেকে শুরু করে নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দিরে ছিল মানুষের থিকথিকে ভিড়।
আকর্ষণের কেন্দ্রবিন্দু: নবদ্বীপের কোলের ডাঙ্গা সারস্বত মঠে এ দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মন্দিরের ফুলের বাগান, হরিণ, খরগোশ এবং সরোবরের মাঝে রাধামাধবের মন্দির পর্যটকদের বিশেষ নজর কেড়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়ায় বহু মানুষ পরিবারের সঙ্গে এখানে পিকনিক ও চড়ুইভাতিতে মেতে ওঠেন।
প্রশাসনের তৎপরতা: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় সামাল দিতে প্রশাসন আগে থেকেই সতর্ক ছিল। নবদ্বীপ ও মায়াপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। বছরের শেষলগ্নে এই উৎসবের মেজাজ যাতে বজায় থাকে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।