২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল, যা জুলাই মাসের পর ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। তবে বছরের শেষ লগ্নে এসে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কিছুটা স্থিতিশীলতা আসায় সোনার দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেল। ব্যবসায়ীদের মতে, চলতি সপ্তাহের শুরু থেকেই বাজার কিছুটা নরম হতে শুরু করেছিল, যার প্রতিফলন দেখা গেল বছরের শেষ দিনের রেটে।
আজকের বাজার দর (কলকাতা): | ধাতুর ধরন | পরিমাণ | আজকের দাম (টাকা) | পরিবর্তন (টাকা) | | :— | :— | :— | :— | | ২২ ক্যারেট (হলমার্ক সোনা) | ১০ গ্রাম | ১,২৮,৬০০/- | – ৪,৭০০/- | | ২৪ ক্যারেট (পাকা সোনা) | ১০ গ্রাম | ১,৩৫,৩০০/- | – ৪,৯৫০/- | | ২৪ ক্যারেট (পাকা সোনার বাট)| ১০ গ্রাম | ১,৩৪,৬৫০/- | – ৪,৯০০/- | | রুপো (খুচরো) | ১ কেজি | ২,৩৫,১৫০/- | – ১১,২৫০/- |
সোনার পাশাপাশি রুপোর দামেও এদিন বড় ধস নেমেছে। এক ধাক্কায় কেজিতে প্রায় ১১ হাজার টাকারও বেশি দাম কমেছে। বছরের শেষ দিনে এই দর পতনকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ ও অলঙ্কার ব্যবসায়ীরা।