২০২৫-এর বিদায়বেলায় বড়সড় ‘উপহার’ পেলেন সোনা ক্রেতারা। বিয়ের মরশুমের মাঝেই এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম। গত কয়েকদিন ধরে রেকর্ড উচ্চতায় থাকার পর মঙ্গলবার, ৩০ ডিসেম্বর এক লাফে প্রায় ৩০০০ টাকা (২৪ ক্যারেট, ১০ গ্রাম) সস্তা হয়েছে সোনা। কেবল সোনাই নয়, রুপোর দামেও দেখা গিয়েছে বড় ধস। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কমতেই এবং বিনিয়োগকারীদের মুনাফা তোলার (Profit Booking) প্রবণতা বাড়তেই এই দরপতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আজকের বাজার দর (৩০ ডিসেম্বর ২০২৫):ক্যারেট১ গ্রাম (টাকা)১০ গ্রাম (টাকা)পরিবর্তন (১০ গ্রামে)১৮ ক্যারেট১০,১৯৩১,০১,৯৩০📉 ২,৫১০ টাকা কম২২ ক্যারেট১২,৪৮৫১,২৪,৮৫০📉 ২,৮০০ টাকা কম২৪ ক্যারেট১৩,৬২০১,৩৬,২০০📉 ৩,০৫০ টাকা কমদ্রষ্টব্য: এর সাথে ৩% জিএসটি এবং মেকিং চার্জ আলাদা যুক্ত হবে।অন্যান্য বড় শহরের চিত্র (প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট):দিল্লি: ১,৩৬,৩৫০ টাকা (📉 ৩,০৫০ টাকা কম)মুম্বই: ১,৩৬,২০০ টাকা (📉 ৩,০৫০ টাকা কম)চেন্নাই: ১,৩৭,৪৬০ টাকা (📉 ৪,৫৮০ টাকা কম)হায়দরাবাদ: ১,৩৬,২০০ টাকা (📉 ৩,০৫০ টাকা কম)রুপোর দামেও ধস:সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। আজ কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ১৮,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ২,৪০,০০০ টাকা। গত কয়েকদিন ধরে রুপোর দাম প্রতি কেজিতে ২.৫ লক্ষ টাকার উপরে থাকলেও বছরের শেষে এসে তা কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে।
Home
OTHER NEWS
বছরের শেষে সোনার দামে বড় ধস! এক ধাক্কায় ৩০০০ টাকা সস্তা হল হলুদ ধাতু, কিনবেন কি?