বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করছে এবং এর প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে নবান্ন।
শুক্রবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সেচ, বিপর্যয় মোকাবিলা এবং সব জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। তিনি জানান, ডিভিসি (DVC) ইতিমধ্যেই প্রায় ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে। আগামী দিনে আরও জল ছাড়া হলে জলস্তর দ্রুত বৃদ্ধি পাবে এবং তাতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
কোন কোন জেলায় মহাবিপদ?
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি ওড়িশার সম্বলপুর অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর ওড়িশা থেকে ছত্তীশগঢ়ের দিকে অগ্রসর হবে। এর ফলেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে প্রবেশ করছে।
বিশেষভাবে প্রভাবিত জেলাগুলি:
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলা: মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা: হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
উত্তরবঙ্গ: জলীয় বাষ্প প্রবাহের কারণে সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।
ওড়িশায় প্রবল বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের ব্যারেজ ও জলাধারগুলির ওপর চাপ বাড়ছে। গত মাসে পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে।
নবান্নের প্রস্তুতি ও সতর্কতা:
প্রশাসন জানিয়েছে, প্রতিটি জেলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নদী ও খালের জলস্তরের ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসন থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। অপ্রয়োজনীয় বাইরে না বেরোনো এবং নদী বা জলাশয়ের কাছাকাছি এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।