এই মুহূর্তে বলিউডের বক্স অফিস ‘সাইয়ারা’ ম্যাজিকে বুঁদ। পরিচালক মোহিত সুরির রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ ইতিমধ্যেই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে। বলিউডের নতুন দুই তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার জুটি নিয়ে সর্বত্র শোরগোল পড়ে গেছে। তাঁদের প্রথম ছবি থেকেই আহান আর অনীত বুঝিয়ে দিলেন, তাঁরা বলিউডের লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই দুই নতুন নায়ক-নায়িকার সম্পত্তির পরিমাণ কেমন? এবং তাঁদের কেরিয়ার শুরুর পেছনে কতটা সংগ্রাম লুকিয়ে আছে?
চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডে একটি সুপ্রতিষ্ঠিত শিল্পপতি পরিবারের সন্তান। তাঁর বাবা চিকি পাণ্ডে একজন নামকরা শিল্পপতি এবং তাঁদের ব্যবসা দেশ-বিদেশে বিস্তৃত। তাই আহানকে সেভাবে সংগ্রাম করতে হয়নি। স্নাতক ডিগ্রি শেষ করার পর আহান প্রথমে বাবার ব্যবসায় হাত দেন এবং সেখানেও সফল হন। কিন্তু তাঁর মনে সিনেমার প্রতি এক গভীর টান ছিল। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি যশরাজ ব্যানারে তৈরি বহু ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। সেখান থেকেই মেলে তাঁর জীবনের বড় ব্রেক ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের সুযোগ। তথ্য অনুযায়ী, আহানের নিজস্ব সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। ‘সাইয়ারা’ ছবির জন্য আহান পারিশ্রমিক হিসেবে পেয়েছেন সাড়ে তিন কোটি টাকা।
অনীত পাড্ডার অভিনয় জগতে পথচলা শুরু হয় বিজ্ঞাপন দিয়ে। এরপর তিনি ওয়েব সিরিজে কাজ করেন। ‘সাইয়ারা’ অনীতের কাছে ছিল এক বিশাল সুযোগ, এবং তিনি সেই সুযোগের সঠিক ব্যবহার করেছেন। দুরন্ত অভিনয়ে অনীত বুঝিয়ে দিয়েছেন, তিনি নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী। স্নাতক ডিগ্রি শেষ করার পরেই অনীত মডেলিং ও বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন। তিনি একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ২.৫ কোটি টাকা।
‘সাইয়ারা’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের সাথে সাথে আহান পাণ্ডে এবং অনীত পাড্ডা বলিউডের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন। তাঁদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনেরই প্রতীক নয়, বরং আগামী দিনে বলিউডের নতুন তারকাদের উত্থানেরও ইঙ্গিত দিচ্ছে।