সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই বাংলার বকেয়া টাকা নিয়ে ফের সরব হলো তৃণমূল কংগ্রেস। বুধবার অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। তাদের প্রধান দাবি ছিল—পশ্চিমবঙ্গের জন্য মনরেগা (MGNREGA)-এর বকেয়া ২ লক্ষ কোটি টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
এর আগের অধিবেশনেও তৃণমূল এই একই দাবি নিয়ে সরব হয়েছিল। এবার শীতকালীন অধিবেশন শুরু হতেই আবার ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে ধর্না শুরু করলেন তাঁরা।
এই দিনের বিক্ষোভে একাধিক পরিচিত মুখকে দেখা গিয়েছে। আন্দোলনে সামিল ছিলেন অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়া, সুস্মিতা দেব এবং প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান। এই তারকা সাংসদদের উপস্থিতি বিক্ষোভকে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করিয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া টাকা আটকে থাকায় বাংলার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই বকেয়া টাকা না মেটানো পর্যন্ত সংসদে তাদের প্রতিবাদ জারি থাকবে।