বই-খাতা নয়, মানবসেবাই তার নেশা! উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দেবাশীষ রায়ের মানবিক উদ্যোগ, পাশে দাঁড়ালেন শিক্ষক ও বন্ধুরা।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের খাড়ান গ্রামের দেবাশীষ রায়। চাঁদপুরের হাড়োচরণ বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণীর এই ছাত্র এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তার কর্মকাণ্ড দেখলে আপনিও স্যালুট জানাবেন। দেবাশীষ শুধু বই-খাতায় ডুবে নেই, মানুষের পাশে দাঁড়ানোই তার নেশা। বয়স কম হলেও, অসহায় মানুষের কষ্ট তাকে নাড়া দেয়, তাই সময় পেলেই ছুটে যায় তাদের বাড়ি বাড়ি।

ছোট উদ্যোগ থেকে বড় কাজ

  • শুরুর দিনগুলি: দেবাশীষের বাবা পেশায় সবজি বিক্রেতা। বাবাকে সবজি বিক্রিতে সাহায্য করার সময়ই তাঁর চোখে পড়ে এলাকায় বেশ কিছু বৃদ্ধ-বৃদ্ধাকে, যাঁরা একা থাকেন। রান্না করার বা বাজারে যাওয়ার শক্তি বা লোক তাঁদের নেই। বাবার বাড়তি সবজি নিয়ে গিয়ে প্রথমে তিনি এই অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া শুরু করেন। প্রথম দিকে ভয় পেলেও, বৃদ্ধাদের হাসিমুখ দেখে তাঁর সাহস ও উৎসাহ বাড়ে।

  • সহযোগিতার হাত: ধীরে ধীরে তাঁর এই ছোট উদ্যোগ বড় রূপ নিতে থাকে। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষক তাঁর কাজে মুগ্ধ হন এবং পাশে দাঁড়ান। এলাকার এক দাদা এবং বন্ধুরা তাঁকে নিয়মিত সহযোগিতা করতে শুরু করেন।

সামাজিক কাজে ব্যাপকতা

এরপর শুরু হয় আরও বড় কাজ। শীতের সময় অসহায় মানুষদের কষ্ট দেখে তিনি নিজেই উদ্যোগ নেন। নিজের জমানো টাকা এবং অন্যের সাহায্যের অর্থ দিয়ে তিনি শাল, সোয়েটার ও কম্বল কিনে দেন।

দেবাশীষ এখন তার কাজের ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তার মানবিক উদ্যোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং বন্ধুদের মধ্যে প্রশংসিত হয়। অনেকেই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়ান—কেউ টাকা দেন, কেউ বা চাল-ডাল-সবজি দেন। বর্তমানে বন্ধুরা মিলে একটি দল হয়ে তাঁরা নিয়ম করে এই সামাজিক কাজ করে চলেছেন।

তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা

যেখানে আজকের তরুণ সমাজে অনেকেই মোবাইল বা অন্যান্য বিনোদনে আসক্ত, সেখানে দেবাশীষ রায় দিনরাত পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নিয়ম করে অসহায়দের জন্য চাল-ডাল-সবজি নিয়ে বেরিয়ে পড়েন। এই মানবিক উদ্যোগ সত্যিই অনুপ্রেরণার।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাকে উৎসাহিত করেন এবং এলাকার মানুষও তার প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলেন, এত কম বয়সে এমন মানবিক মানসিকতা সত্যিই বিরল। দেবাশীষ রায় এখন উপকূল এলাকার সাধারণ ছেলেদের কাছে এক অনুকরণীয় অনুপ্রেরণা। তার এই মানবিক পথচলা সমাজে নতুন বার্তা ছড়াচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy