বইপ্রেমীদের জন্য সুখবর! মেলা প্রাঙ্গণেই মিলবে মেট্রো টিকিট, রাত ১০টা পর্যন্ত মিলবে বিশেষ পরিষেবা

বইপ্রেমীদের জন্য খুশির খবর! আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যাতায়াতের ঝক্কি কমাতে কোমর বেঁধে নামছে কলকাতা মেট্রো রেল। এবার আর স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার চিন্তা নেই, মেলার ভেতরেই পাওয়া যাবে মেট্রোর টিকিট।

মেলার ভেতরেই টিকিট কাউন্টার ও UPI সুবিধা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, বইমেলা প্রাঙ্গণের ভেতরেই মেট্রোর বিশেষ বুথ থাকবে। যাত্রীরা লাইনে না দাঁড়িয়ে সরাসরি UPI-এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন। শিয়ালদহ, হাওড়া বা এয়ারপোর্ট থেকে আসা দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই এই ডিজিটাল উদ্যোগ।

বাড়ছে মেট্রোর সংখ্যা ও সময় বইমেলা চলাকালীন দর্শকদের ভিড় সামলাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ:

  • শেষ মেট্রোর সময়: রাত ৯টা ৩৫-এর পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টায়

  • পরিষেবা: দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কমানো হচ্ছে, যাতে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারেন।

  • ছুটির দিন: শনি ও রবিবারেও বাড়তি মেট্রো পরিষেবা চালু থাকবে।

বইমেলার একঝলক

  • উদ্বোধন: ২২ জানুয়ারি বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন।

  • থিম কান্ট্রি: এবারের থিম আর্জেন্টিনা। আর্জেন্টিনা থেকে বিশিষ্ট সাহিত্যিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন।

  • স্টল ও প্রযুক্তি: ১০০০-এর বেশি স্টল থাকছে। গুগল ম্যাপ ও কিউআর কোড স্ক্যান করে সহজেই খুঁজে পাওয়া যাবে পছন্দের স্টল।

  • স্মরণীয় তোরণ: প্রয়াত লেখক প্রফুল্ল রায়, প্রতুল মুখোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নামে তৈরি হচ্ছে বিশেষ তোরণ।

আগামী ৩০ জানুয়ারি পালিত হবে ‘সিনিয়র সিটিজেন দিবস’ এবং ১ ফেব্রুয়ারি পালিত হবে ‘শিশু দিবস’। সব মিলিয়ে এবারের বইমেলা হতে চলেছে আরও বেশি আধুনিক ও দর্শকবান্ধব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy