‘ফ্রেন্ডশিপ ডে’ পালন করতে হোটেলে চার পুরুষের সঙ্গে বৌমা! শ্বশুর জানতে পেরে যা করল? সুরাতে চাঞ্চল্য

গুজরাটে মদ্যপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হোটেলে মদ্যপান করার অভিযোগে দুই তরুণী ও চার পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুরাতের একটি হোটেলে। আরও অবাক করা বিষয় হলো, পুলিশকে খবর দিয়েছেন আটক হওয়া এক তরুণীর শ্বশুর নিজেই।

টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুরাতের এক ব্যক্তির পুত্রবধূ বন্ধুদের নিয়ে ‘ফ্রেন্ডশিপ ডে’ উদযাপন করতে একটি হোটেলে যান। শ্বশুরমশাই কোনোভাবে সেই খবর পেয়ে সুরাত পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন এবং হোটেলের নির্দিষ্ট ঘরের নম্বর সহ বিস্তারিত তথ্য দেন।

খবর পেয়ে দু’মাস থানার পুলিশ উইকএন্ড ডেস্টিনেশন হোটেলে অভিযান চালায়। হোটেলের ৪৪৩ নম্বর ঘরে ঢুকে পুলিশ মদের বোতল এবং গ্লাস উদ্ধার করে। ওই ঘরে থাকা দুই তরুণী এবং চারজন পুরুষকে অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যায়।

জানা গেছে, ধৃত দুই তরুণীর বয়স ২৩ থেকে ২৫ বছর এবং তাঁরা পেশায় শিল্পী। বাকি চার পুরুষ পেশায় ব্যবসায়ী। পুলিশ তাদের প্রত্যেককে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করায়, যেখানে তাদের রক্তে মদের উপস্থিতি প্রমাণিত হয়। গুজরাটে কঠোরভাবে মদ্যপান নিষিদ্ধ থাকার কারণে তাদের সবাইকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীর সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এই কারণেই শ্বশুরমশাই তাঁর পুত্রবধূকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাঁর পিছু নিয়েছিলেন এবং হোটেলে মদ্যপানের খবরটি পুলিশকে জানিয়ে দেন। এই ঘটনাটি বর্তমানে সুরাত শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy