বুধবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ফের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। সকালের ব্যস্ততম সময়ে মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক মহিলা চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন, যার ফলে কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়।
সকাল ৮টা ২০ মিনিটে আপ লাইনে প্ল্যাটফর্মে মেট্রো ঢোকার সময় এই ঘটনা ঘটে। মহিলা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লে তৎক্ষণাৎ মেট্রোর মোটরম্যান ব্রেক কষেন। স্বাভাবিকভাবেই এর ফলে মেট্রোর ভিতরে এবং প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে স্টেশন মাস্টার-সহ মেট্রোর কর্মী এবং ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার কাজ শুরু হয়। সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ মহিলাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি এবং কেন তিনি এই পদক্ষেপ করেছেন, সেই বিষয়েও কিছু জানা যায়নি।
মেট্রো পরিষেবার আপডেট
মেট্রো সূত্রে খবর, পাওয়ার ব্লকের সময় অর্থাৎ ৮টা ২১ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর আপ এবং ডাউন লাইনে আংশিকভাবে পরিষেবা চালানো হয়। এরপর ৮টা ৫৫ মিনিট থেকে ফের পরিষেবা স্বাভাবিক করা হয় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
সম্প্রতি রবীন্দ্র সদন স্টেশনেও এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যার জেরে বেশ কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল।
আত্মহত্যা কোনো সমাধান নয়
যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনো বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনো সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে।