ফের ট্রেন লক্ষ্য করে পাথর হামলা! মাথা ফেটে রক্তারক্তি কান্ড, আহত চারজন

শিয়ালদহ-নামখানা শাখার মল্লিকপুর স্টেশনে ফের দুষ্কৃতীদের পাথর হামলার শিকার হলেন সাধারণ ট্রেন যাত্রীরা। সোমবার সন্ধ্যায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হোসেন আলি লস্কর নামে এক পেয়ারা বিক্রেতার মাথা গুরুতর ফেটে গেছে।

ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের শিয়ালদহ থেকে নামখানা লোকালে। পেয়ারা বিক্রেতা হোসেন আলি কলকাতায় পেয়ারা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তিনি ট্রেনের ভেন্ডার কম্পার্টমেন্টের গেটের কাছে বসেছিলেন। মল্লিকপুর স্টেশনে ট্রেন থামতেই একদল যুবক অতর্কিতে পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। গেটের কাছে বসে থাকা যাত্রীদের অনেকের গায়ে পাথর লাগে, কারও হাত বা পায়ে আঘাত লাগে। তবে গেটের একদম সামনে থাকায় হোসেনের মাথায় সরাসরি পাথর লাগে এবং তাঁর মাথা ফেটে যায়।

আহত হোসেনকে দ্রুত বারুইপুর স্টেশনে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। অন্য আহত যাত্রীদের বারুইপুর জিআরপি থেকে সোনারপুর নিয়ে যাওয়া হয়।

আগের ঘটনার পুনরাবৃত্তি:
গত শনিবারও একই ধরনের ঘটনা ঘটেছিল। শিয়ালদহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে ঢোকার আগে আপ নামখানা লোকালের গেটে দাঁড়িয়ে থাকা যাত্রী মিঠুন মণ্ডলের মুখে পাথর লাগে। তিনি গুরুতর আহত হন এবং তাঁর তিনটি দাঁত ভেঙে যায়। আশ্চর্যজনকভাবে, এই ঘটনার পরেও রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ ওঠে। মিঠুনকে চিকিৎসার জন্য কোনও সাহায্য করা হয়নি। তাঁর পরিবার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে এবং রেল বা আরপিএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি।

যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন:
বারবার একই ধরনের ঘটনা ঘটায় রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই হামলার পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা এখনও পরিষ্কার নয়। মিঠুন মণ্ডলের পরিবার সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং রেল কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য ও যাত্রীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে। রেল পুলিশ জানিয়েছে, তারা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।

এই ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী বলেন, “হোসেনের সঙ্গে ট্রেনে এক ব্যক্তির গেটে বসা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। ওই ব্যক্তি মল্লিকপুর স্টেশনে নেমে যাওয়ার পরই এই হামলা শুরু হয়। মনে হচ্ছে ওই যাত্রীর ইন্ধনেই এই আক্রমণ।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy