চলতি বছর প্রায় ১২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (Filmfare Awards) ‘লাপাতা লেডিস’ (Laapataa Ladies) সিনেমার ঝুলিতে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সুদীপ্ত সেন। তিনি অভিযোগ করেছেন, সিনেমার উদযাপনের নামে ফিল্মফেয়ার এই সন্ধ্যায় কেবল ‘তামাশা’ করেছে। গত সপ্তাহে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়া পুরস্কার বিতরণী রাত মূলত আমির খান প্রযোজিত এই ছবিটির জন্যই ছিল।
সেরা অভিনেতা হিসেবে অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী হিসেবে আলিয়া ভাট পুরস্কার জিতলেও, ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)-এর পরিচালক সুদীপ্ত সেনের ক্ষোভ মূলত ‘লাপাতা লেডিস’-এর অভাবনীয় সাফল্যকে ঘিরে।
সুদীপ্ত সেন ঠিক কী বলেছেন?
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে পরিচালক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এবং ‘লাপাতা লেডিস’-এর পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নাম না করেই তীব্র আক্রমণ শানিয়েছেন:
“একটা প্ল্যাগারাইজড সিনেমা, একটা সিনেমা যা ৭২ ঘণ্টাও বক্সঅফিসে থাকতে পারেনি, সেই সিনেমা ২০২৪ সালের সেরা কাজের তকমা পেয়েছে। এখন বুঝতে পারছি কেন ফিল্মফেয়ার ‘দ্য কেরালা স্টোরি’ জাতীয় পুরস্কার পাওয়ার পর এই সিনেমার বিপরীতে আওয়াজ তুলেছিল।”
সুদীপ্ত সেন আরও লেখেন যে তিনি খুশি যে এই ‘উড (Wood) কমিউনিটি’ বা বলিউড সম্প্রদায় তাঁদের আমন্ত্রণ জানায় না বা পছন্দ করে না।
তিনি আরও কটাক্ষ করে বলেন:
“আমরা হাসির ভান, বন্ধুত্বের ভান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, কোনও চাটুকারিতা থেকে রেহাই পেয়েছি। পরিশেষে – আমি খুশি যে আমরা মুম্বইতে সিনেমার নামে এই তামাশা নিয়ে খেলা এবং কানে সেলফি তোলা থেকে রক্ষা পেয়েছি। অন্তত আমরা সিনেমার নামে এই কুৎসিত ভণ্ডামি এবং জাল টেপেস্ট্রি থেকে রক্ষা পেয়েছি।”
প্রসঙ্গত, সুদীপ্ত সেন সিনেমাগুলির নাম উল্লেখ না করলেও, তাঁর পোস্টের ইঙ্গিতগুলি স্পষ্ট ছিল: ‘স্পষ্টভাবে চুরি করা’ সিনেমা বলতে তিনি ‘লাপাতা লেডিস’, ‘বর্বরতার টিউটোরিয়াল’ বলতে ‘কিল’ সিনেমা এবং ‘৭২ ঘন্টারও বেশি সময় ধরে বক্স অফিসে টিকে থাকতে পারেনি’ এমন সিনেমা বলতে তিনি অভিষেক বচ্চনের ‘আই ওয়ান্ট টু টক’ ছবির কথা বলেছেন।
উল্লেখ্য, গত মাসেই সুদীপ্ত সেন তাঁর ব্লকবাস্টার হিট ‘দ্য কেরালা স্টোরি’র জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই ছবিটি সেরা চিত্রগ্রহণের জন্যও পুরস্কার জিতেছিল।