দুর্গাপূজার উৎসবের আবহে থিমের অভিনবত্বে নজর কেড়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত এনটিপিসি মোড় এলাকার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তাদের এই বছরের বিশেষ আকর্ষণ হলো ‘দূষণমুক্ত পরিবেশ’ থিম। মণ্ডপসজ্জাতে গাছপালা ও পক্ষী সহ পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
প্লাস্টিক বর্জন, প্রকৃতির উপাদান
যেখানে সমাজ বাঁশের তৈরি বস্তু ভুলে প্লাস্টিকের দিকে ঢলে পড়ছে এবং পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে, সেখানে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ক্লাব সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে মণ্ডপ তৈরি করেছে।
উপকরণ: বাঁশের কঞ্চি, বাঁশের উপকরণ, গাছের পাতা, ডালপালা, বাঁশের চাঁচ, খড়, কয়েতবেলের খোলা এবং বাবুইপাখির বাসা সহ নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে।
মূল কাঠামো: বাঁশের কাঠামো গড়ে মূলত হোগলা পাতা দিয়েই তৈরি হয়েছে সমগ্র মণ্ডপটি।
এই বিশেষ থিমটির মাধ্যমে সমাজকে আবারও পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়া এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্গা প্রতিমা ও ভিড়
মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠেছে দুর্গা প্রতিমা, যা এক অসাধারণ মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। উদ্যোক্তাদের দাবি, প্রতিমাও দর্শনার্থীদের মুগ্ধ করেছে। পাশাপাশি, অত্যাধুনিক আলোক সজ্জায় সজ্জিত হয়েছে মণ্ডপ সহ মণ্ডপ চত্বর।
আগে ফরাক্কাতে থিম পুজোর তেমন চল ছিল না। তবে এবার রঘুনাথগঞ্জ ও সামশেরগঞ্জকে ছাড়িয়ে ফরাক্কাতে থিমের চমক দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। এই সুন্দর পরিবেশ এবং আকর্ষণীয় পুজো মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।