আরামবাগে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন। কামারপুকুরে একটি ত্রাণ শিবিরে গিয়ে তিনি নিজে হাতে বন্যা দুর্গতদের পাতে খিচুড়ি পরিবেশন করেন। মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগে আপ্লুত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও জল ছাড়ার কারণে আরামবাগ-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। মুখ্যমন্ত্রী আজ দুপুরে কামারপুকুরে ত্রাণ শিবিরে পৌঁছান। সেখানে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন। ত্রাণ শিবিরে খাদ্যের ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
ত্রাণ শিবিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খাবারের পাত্র হাতে নিয়ে দুর্গতদের মাঝে খাবার পরিবেশন শুরু করেন। মুখ্যমন্ত্রীকে এভাবে নিজেদের পাশে পেয়ে অসহায় মানুষজন অত্যন্ত খুশি হন। তাঁরা মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “মুখ্যমন্ত্রীকে এভাবে আমাদের কাছে পাব, তা কখনও ভাবিনি। এই কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, এতেই আমরা সাহস পাচ্ছি।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার দুর্গতদের পাশে আছে এবং সব ধরনের সাহায্য পৌঁছে দেওয়া হবে।