প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবক-যুবতীর

উত্তরপ্রদেশের বাঁদা জেলার অতর্রা কোতোয়ালি এলাকা থেকে নিখোঁজ হওয়া এক যুবক ও এক যুবতীর দেহ ললিতপুরে রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছেন। প্রথমে যুবকটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, এরপর মেয়েটিও একই ভাবে নিজের জীবন শেষ করে।

১১শ শ্রেণির ওই ছাত্রী বৃহস্পতিবার সকালে তার বাবার কাছ থেকে ২০ টাকা নিয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। এরপর ছাত্রীর বাবা মধ্যপ্রদেশের ছত্রপুরের বাসিন্দা এক আত্মীয় যুবকের বিরুদ্ধে তার মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন।

এদিকে, পুলিশ খবর পায় যে ললিতপুর জেলার রেললাইনে এক যুবক এবং এক যুবতীর দেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে পাওয়া কাগজপত্র দেখে পুলিশ দেহ দুটির পরিচয় নিশ্চিত করে এবং পরিবারের লোকেদের খবর দেয়।

পুলিশের প্রাথমিক তদন্ত
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক এবং যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের আপত্তির কারণেই তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশের মতে, ললিতপুরে প্রথমে যুবকটি ট্রেনের সামনে ঝাঁপ দেয় এবং তার পরেই মেয়েটিও আত্মহত্যা করে।

অতর্রা কোতোয়ালির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ঋষিদেব সিং জানান, মৃত ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছিল এবং পুলিশ তদন্ত চালাচ্ছিল। তিনি আরও জানান যে পরিবার ওই যুবকের সঙ্গে মেয়েটির ফোনে কথা বলা মেনে নিতে পারছিল না। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে।

জরুরি বার্তা: (যদি আপনার বা আপনার পরিচিত কারও মনে আত্মহত্যার চিন্তা আসে, তবে এটি একটি গুরুতর সমস্যা। অবিলম্বে ভারত সরকারের জীবনসাথী হেল্পলাইন ১৮০০২৩৩৩৩৩০ অথবা টেলিম্যানস হেল্পলাইন নম্বর ১৮০০৯১৪৪১৬ নম্বরে যোগাযোগ করুন। এখানে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং বিশেষজ্ঞরা আপনাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবেন। মনে রাখবেন, জীবন অমূল্য।)

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy