২২ বছর বয়সী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত নিল এক ১৬ বছর বয়সী নাবালিকা। পরিবারের সদস্যদের চোখের সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। তড়িঘড়ি পরিবারের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তার শরীরের অনেকটাই পুড়ে গেছে। বর্তমানে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এলাকার ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারার পর থেকেই বাড়িতে অশান্তি শুরু হয়। পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না, যার ফলে প্রায়শই মেয়েটিকে বকাবকি করা হতো।
অভিযোগ, পরিবার তাকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল এবং সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলছিল। কিন্তু নাবালিকা তা কোনোভাবেই মেনে নিতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, এই অভিমানেই কিশোরী সকলের সামনে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দ্রুত পরিবারের সদস্যরা আগুন নিভিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ততক্ষণে তার শরীরের একটি বড় অংশ পুড়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। তবে কেন পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারছিল না, সমস্যাটা কোথায় ছিল, নাকি নাবালিকা হওয়ার কারণেই এই প্রেমে বাধা দেওয়া হয়েছিল – এসব বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। এই ঘটনা আবারও সমাজে প্রেম, পরিবার এবং বয়ঃসন্ধিকালের মানসিক টানাপোড়েনের জটিল দিকগুলো সামনে নিয়ে এসেছে।