“প্রেমের খেলা প্রকাশ্যে!”-পাকিস্তানে শুরু হল ‘Love Island’-এর অনুকরণে রিয়েলিটি শো, ‘ইসলাম বিরোধী’ বলে তুলকালাম

যে দেশে প্রকাশ্যে একটি ছেলে ও মেয়ের দেখা হওয়াও বিপদের আশঙ্কা সৃষ্টি করে, সেই মুসলিম প্রধান দেশ পাকিস্তানেই এবার শুরু হয়েছে এক ডেটিং-বেসড রিয়েলিটি শো। ব্রিটিশ শো ‘Love Island’-এর অনুকরণে তৈরি এই শো-তে সুন্দরী মডেল ও হ্যান্ডসাম যুবকরা সবার সামনেই প্রেমের খেলায় মেতেছেন। খোলামেলা পোশাকে তাঁদের খুনসুটি বাড়ি বসে দেখছেন কোটি কোটি পাকিস্তানি দর্শক।

পাকিস্তানে এই শোয়ের নাম দেওয়া হয়েছে ‘লাযাওয়াল ইশক’ (উচ্চারণ: Eternal Love)। এটিই প্রথম কোনো মুসলিম প্রধান দেশ থেকে আসা এমন ডেটিং-বেসড রিয়েলিটি শো। যদিও শোয়ের শ্যুট হয়েছে তুরস্কের ইস্তানবুলে। জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ওমর এই শো সঞ্চালনা করছেন। শোতে পাঁচ পুরুষ ও পাঁচ মহিলা প্রতিযোগী একই রিসর্টে থাকছেন এবং পরস্পরের মন জয়ের চেষ্টা করছেন।

‘লাযাওয়াল ইশক’-এর ভিউ প্রচুর, কিন্তু একই সঙ্গে এটি পাকিস্তানে তুমুল অশান্তি ও সমালোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের দর্শক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গালিগালাজ ও শাপশাপান্ত করছেন। অনেকে কোরানের আয়াত লিখে প্রতিযোগীদের ‘হুঁশ’ ফেরানোর চেষ্টা করছেন।

কেউ লিখেছেন, “এই শো ইসলাম বিরোধী।”

আবার কেউ লিখেছেন, “একটা এপিসোড দেখেই তওবা তওবা করছি।”

তবে এর উল্টো দিকে অনেকেই পাল্টা প্রশ্ন তুলছেন: শো যদি এতই খারাপ হয়, তাহলে ইউটিউবে এত বিপুল সংখ্যক মানুষ কেন তা দেখছেন?

সংবাদপত্রেও ‘গেল গেল’ রব
পাকিস্তানের বড় বড় সংবাদপত্রেও শোটি নিয়ে রীতিমতো ‘গেল গেল’ রব উঠেছে। Pakistan Today এবং The Express Tribune-এর মতো সংবাদপত্রগুলি শোটিকে ‘অশালীন’ ও ‘অপসংস্কৃতি’ বলে নিন্দা করেছে।

পাকিস্তানে এখনও প্রকাশ্যে প্রেম বা ডেটিং নিয়ে কথা বলা ট্যাবু। টেলিভিশনে এমন বিষয় তো ভাবাই যায় না। তাই ‘লাযাওয়াল ইশক’ দেখে সাধারণ মানুষের মাথায় আকাশ ভেঙে পড়েছে।

সেন্সর বোর্ডের বক্তব্য
পাকিস্তানে এমন একটি শোয়ের অনুমোদন মিলল কীভাবে? পাকিস্তানের সেন্সর বোর্ড PEMRA জানিয়েছে, এটি অনলাইন শো, টেলিভিশনের নয়। তাই তাদের কিছুই করার নেই।

সঞ্চালক অভিনেত্রী আয়েশা ওমরের দাবি, “এটা কোনও ডেটিং শো নয়, এটি ভালোবাসা খুঁজে নেওয়ার জার্নি।” কিন্তু পাকিস্তানি দর্শকরা বলছেন, এটা কেবলই ‘Love Island’-এর সস্তার কপি এবং পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে এর কোনও মিল নেই। সংস্কৃতি ও ধর্মবিরুদ্ধ হতে পারে, তবে সবাই যে দেখছেন, তা নিশ্চিত। আর সেই কারণেই পাকিস্তানে এখন ট্রেন্ডিং এই ‘অশালীন’ শো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy