প্রেমিকার ডাকে সাড়া, পাঁচিল টপকাতেই যুবকের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের!

গভীর রাতে প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের। ওডিশার ঢেঙ্কানল জেলায় পাঁচিল টপকে প্রেমিকার বাড়ির প্রাঙ্গণে ঢোকার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিশ্বজিৎ বেহেরা নামের ওই যুবকের। এই ঘটনায় মৃত যুবকের পরিবার প্রেমিকার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুনের অভিযোগ তুলেছে।

পুলিশ জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে।

বিশ্বজিতের এক বন্ধু পুলিশকে জানিয়েছে, প্রেমিকার আমন্ত্রণেই বিশ্বজিৎ সেদিন রাতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গোপনে প্রবেশের জন্য তিনি পাঁচিল টপকে ভিতরে ঢোকেন। ভিতরে ঢোকার পরই একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি এবং তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

যে বন্ধুকে বিশ্বজিৎ সঙ্গে যেতে অনুরোধ করেছিলেন, তিনি রাজি হননি। কিছুক্ষণ পর তিনি যুবতীর বাড়ির পিছনে ভিড় দেখে সেখানে ছুটে যান। গিয়ে দেখেন একটি কৃষিজমিতে বিশ্বজিৎ পড়ে আছেন এবং তাঁর গায়ে বৈদ্যুতিন তার জড়ানো। বন্ধু তাঁকে সাহায্য করতে গেলে তিনিও শক খেয়ে পড়ে যান।

পরে বিশ্বজিৎকে উদ্ধার করে ঢেঙ্কানল জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিশ্বজিতের পরিবার এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তাঁরা সরাসরি বিশ্বজিতের প্রেমিকার আত্মীয়স্বজনদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

পরিবারের অভিযোগ, “ষড়যন্ত্র করে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। তাঁকে লোভ দেখিয়ে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।” তাঁরা এই সন্দেহজনক মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেছেন।

পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুরই ইঙ্গিত পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে বিস্তারিত তদন্তের পরই। পুলিশ সাক্ষীদের বক্তব্য রেকর্ড করছে এবং ঘটনাস্থল পরীক্ষা করছে। ওই জায়গায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুতের তার রাখা হয়েছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy