বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পারিবারিক জীবনে ফের অস্থিরতা। তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এক বছর ধরে চললেও, সম্প্রতি তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘোষণা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হিরো আলম তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন এবং প্রমাণ হিসেবে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
হিরো আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করে অভিযোগ করেছেন যে, তাঁর স্ত্রী রিয়া মণি কক্সবাজারের একটি হোটেলে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটিয়েছেন। তিনি লেখেন, “রিয়া মণি ম্যাক্স অভি ছবি আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।” আরেকটি পোস্টে তিনি আরও বলেন, “রিয়া মণি আমাকে ডিভোর্স না দিয়ে মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজারে আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।” তিনি হোটেল কক্ষের একটি ভিডিও এবং রিয়া ও অভির কিছু ছবিও শেয়ার করেছেন।
হিরো আলম এবং রিয়া মণির দাম্পত্য কলহ নতুন নয়। এর আগে, আলমের বাবার মৃত্যুর পর থেকে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। হিরো আলম অভিযোগ করেন, তাঁর বাবা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে থাকার সময় রিয়া তাঁকে দেখতে আসেননি। এমনকি, বাবার মৃত্যুর খবর পেয়েও তিনি দেহ দেখতে যাননি। এই ঘটনায় হতাশ হয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও খবর ছড়িয়েছিল। সেই সময়েই রিয়া মণি হিরো আলমের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁকে সুস্থ করে তুলেছিলেন। সে সময় মনে করা হয়েছিল, তাঁদের সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছে, কিন্তু এই নতুন ঘটনার ফলে সেই আশায় জল ঢেলে দেওয়া হয়েছে।
এদিকে, ভিডিও ফাঁস হওয়ার পর রিয়া মণি নিজেই হিরো আলমকে ডিভোর্স দেওয়ার কথা জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে বলেন, “একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই।” তিনি অভিযোগ করেন যে, হিরো আলম আগের চেয়ে বেশি সমস্যার সৃষ্টি করছেন এবং পুরোনো অভ্যাস ছাড়েননি। তিনি বলেন, “হিরো আলম আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, কিন্তু দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব।” রিয়া জানান যে তিনি ইতিমধ্যেই আইনি প্রক্রিয়ায় ডিভোর্স দিয়ে দিয়েছেন।
ডিভোর্স প্রসঙ্গে হিরো আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, “আমি তো এখনো ডিভোর্সের বিষয়ে জানি না। তবে আজকে সংবাদিক সম্মেলনে অনেক কিছু জানাব।” এখন সকলের নজর হিরো আলমের সংবাদ সম্মেলনের দিকে, যেখানে তাঁর পারিবারিক জীবনের এই নতুন নাটকীয় মোড় নিয়ে তিনি কী তথ্য দেন, সেটাই দেখার বিষয়।