প্রাণ হাতে নিয়ে হাতির ছবি! ছট পূজার ঘাটে হাতি চলে আসায় আতঙ্ক, তবুও মোবাইল ক্যামেরা হাতে ব্যস্ত পুণ্যার্থীরা

জঙ্গলঘেরা আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টন গঞ্জ রেঞ্জের বাসরা নদীর ঘাটে সাড়ম্বরে ছট পুজো চলাকালীন ঘটল এক মারাত্মক বিপত্তি। ছট পূজার ভিড়ের মধ্যে আচমকাই হাজির হল একটি বুনো হাতি। হাতির আগমনে পুণ্যার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়, শুরু হয় হুড়োহুড়ি।

হাতির করিডরে বিপত্তি
বাসরা নদীর এই এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা এবং এটি একটি পরিচিত হাতির করিডর। এই বিপদের আশঙ্কায় গতকাল থেকেই বন দফতরের পক্ষ থেকে প্রচুর বনকর্মী মোতায়েন করা হয়েছিল।

হাতির আগমন: বুধবার সকালে যখন নদীর ঘাটে প্রচুর সংখ্যক পুণ্যার্থী উপস্থিত, ঠিক সেই সময় আচমকা হাতিটি ঘাটের কাছাকাছি চলে আসে। জানা যায়, হাতিটি রাতে রেললাইন পেরিয়ে সাতালি জঙ্গল দিয়ে এদিকে ঢুকেছিল।

আতঙ্ক: চোখের সামনে হাতি দেখে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। তাঁরা নিরাপদে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দেন।

বন দফতরের তৎপরতায় রক্ষা
তবে বন দফতরের কর্মীরা আগে থেকেই প্রস্তুত থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

বনকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর পুণ্যার্থীদের জন্য নদীতে পথ তৈরি করে দেন এবং সুকৌশলে হাতিটিকে তাড়িয়ে পুনরায় জঙ্গলের দিকে ফিরিয়ে দিতে সক্ষম হন। বন দফতরের এই তৎপরতায় শেষে হাতিটি জঙ্গলে ফিরে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রাণ হাতে নিয়ে সেলফি mania
এই চরম উত্তেজনার সময়েও দেখা গেল এক অদ্ভুত চিত্র। বহু মানুষ বিপদ ভুলে মোবাইল ফোনে হাতিটির ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। বন দফতরের পক্ষ থেকে বারবার সতর্কতা জানানো সত্ত্বেও অনেকেই বিপজ্জনকভাবে হাতির কাছে গিয়ে ছবি তুলছিলেন।

বনকর্মীদের তত্পরতা ও ভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা না ঘটলেও, হাতির করিডরে এমন ভিড়ের সময় পুণ্যার্থীদের ছবি তোলার নেশা পরিবেশ সচেতনতা নিয়ে প্রশ্ন তুলল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy