প্রাক্তন সচিবের আর্থিক প্রতারণার অভিযোগ, মামলা খারিজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী

প্রাক্তন ব্যক্তিগত সচিব সুমন রায়চৌধুরী এবং তাঁর স্ত্রীর দায়ের করা আর্থিক প্রতারণার মামলার বিরুদ্ধে অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ খারিজের আর্জি নিয়ে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি সপ্তাহেই এই মামলার প্রাথমিক শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

মিঠুনের প্রাক্তন সচিব সুমন এবং তাঁর স্ত্রী সম্প্রতি উত্তর কলকাতার চিৎপুর থানায় একটি এফআইআর দায়ের করেন। তাঁদের অভিযোগ, একটি হোটেল নির্মাণ প্রকল্পে ইন্টেরিয়র ডেকরেশনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের। কাজের প্রথম পর্যায়ে কিছু অর্থ পেলেও, পরে অতিরিক্ত কাজ চাপানো হয়। সেই কাজ সম্পূর্ণ করতে সুমন তাঁর স্ত্রীর গয়না বন্ধক রেখে ৩৫ লক্ষ টাকা খরচ করেন। অভিযোগ, এই অতিরিক্ত কাজের জন্য কোনো লিখিত চুক্তি না থাকায় এবং পরে টাকা চাইতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এখনো তাঁদের পাওনা ৩৫ লক্ষ টাকা মেটানো হয়নি বলে অভিযোগকারী দম্পতি দাবি করেছেন। এই প্রেক্ষিতে সুমনের স্ত্রী শিয়ালদা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন।

অভিযোগকারীদের দাবি অনুযায়ী, মিঠুনের ঘনিষ্ঠ এবং পেশায় আইনজীবী বিমান সরকারও এই আর্থিক অনিয়মে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে, এই পুরো অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে মিঠুন চক্রবর্তী মামলাটি বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। তাঁর পক্ষে একদল অভিজ্ঞ আইনজীবী আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই মামলায় এখন আদালতের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আছেন সবাই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy