প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মোদী, তাঁর বার্তায়, জনসেবায় কোবিন্দের অসামান্য অবদান এবং দেশের জন্য তাঁর গভীর অঙ্গীকারের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী ‘X’-এ (পূর্বেকার টুইটারে) লিখেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জি-কে জন্মদিনের শুভেচ্ছা। জনসেবা এবং দেশের জন্য তাঁর গভীর অঙ্গীকারের জন্য তাঁকে অত্যন্ত সম্মান করা হয়। দেশের অগ্রগতিতে তাঁর অবদান এবং প্রজ্ঞা অনুপ্রেরণা জোগায়। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।”
রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসাবে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি পদে আসার আগে তিনি বিহারের ২৬তম রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন।