প্রশাসনের দীর্ঘসূত্রিতার অপেক্ষায় না থেকে অবশেষে নিজেদের উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েতের পাথরডিহা গ্রামের বাসিন্দারা। গত দু’বছর ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটি মেরামতের জন্য গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে এবং হাতে কোদাল নিয়ে নেমে পড়েছেন। গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও এই কাজে সমানভাবে অংশ নিচ্ছেন।
বেহাল রাস্তা ও নিত্যদিনের সমস্যা
গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় গর্তে জল জমে পুকুরের আকার ধারণ করে, যার ফলে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাস্তা খারাপ হওয়ার কারণে ছোটখাটো দুর্ঘটনাও নিয়মিত ঘটছে। গ্রামবাসীদের সবচেয়ে বড় চিন্তা, এই রাস্তা দিয়েই প্রতিদিন ছেলেমেয়েরা স্কুলে যায়। কাদা-জলে তাদের স্কুলের পোশাক নোংরা হয় এবং দুর্ঘটনার শিকার হওয়ার ঝুঁকি থাকে।
এই বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় গ্রামবাসীরা হতাশ হয়ে পড়েন। শেষ পর্যন্ত তারা নিজেরাই উদ্যোগী হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেন।
স্থায়ী সমাধানের প্রত্যাশা
গ্রামবাসীরা নিজেদের অর্থ খরচ করে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেও, তারা স্থায়ী সমাধানের জন্য এখনও প্রশাসনের দিকেই তাকিয়ে আছেন। তারা আশা করছেন, তাদের এই উদ্যোগ দেখে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা করবে।