প্রতি বছরের মতো এই বছরেও প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়িতে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তবে নবমীর এই সকালে সমাজমাধ্যমে এমন একটি মুহূর্তের ভিডিও দেখা গেল, যা শুধু পরিবারের সদস্যরাই নন, নেটপাড়ার বাসিন্দাদেরও আবেগপ্রবণ করে তুলল।
বাবার কোলে চেপে কুমারী পুজো
ভিডিওটি মূলত পোস্ট করেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। মায়ের সেই পোস্টটি রি-পোস্ট করে তাঁদের কন্যা সাইনা চট্টোপাধ্যায় লেখেন, “আমার সবথেকে ফেভারিট একটি ভিডিয়ো। বাবা আমাকে কুমারী পুজোতে নিয়ে যাচ্ছে।”
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাবার কোলে চেপে রয়েছে ছোট্ট সাইনা, তাকে বেনারসি পরানোয় একেবারে মা দুর্গার মতোই দেখতে লাগছে। শঙ্খ ধ্বনি এবং পুজোর উদ্বোধনীতে ভরে উঠেছে গোটা বাড়ি। মেয়েকে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এই মুহূর্তটি প্রত্যেক মেয়ের কাছেই স্পেশাল, যেখানে বাবাই প্রথম হিরো! এই ভিডিও আরও একবার প্রমাণ করে দেয়, বাবাকে ছাড়া দুর্গাপূজা কতটা বেরঙিন।
ছোটবেলার ‘প্রিয় অ্যালবাম’
শুধু এই ভিডিওটি নয়, সংযুক্তা চট্টোপাধ্যায় ছোটবেলার কুমারী পূজার আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যা সাইনা পরে রিপোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন। ছবিগুলিতে ফ্রক পরা ছোট্ট সাইনাকে দেখা যাচ্ছে আলতা পরতে, মায়ের কাছে দুষ্টুমি করতে করতেই সেজে উঠছে সে— একেবারে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই। ছবিগুলি পোস্ট করে সাইনা লেখেন, “আমার সব থেকে প্রিয় দুর্গা পূজা অ্যালবাম। কুমারী পুজো।”
এই বছর সাইনার দুর্গাপূজায় ইন্ডাস্ট্রির সহ-শিল্পীদের পাশাপাশি একঝাঁক তারকাকে অতিথি হয়ে আসতে দেখা গিয়েছে।