প্রবল বৃষ্টির মধ্যেই বজ্রপাত! ১৫ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১১, শোকের ছায়া বাঁকুড়ায়

জেলায় প্রবল বৃষ্টিপাতের মধ্যেই বাজ পড়ে আবারও জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। গতকাল সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় ইন্দাস এবং পাত্রসায়র এলাকায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। গত ১৫ দিনে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন ইন্দাস থানার পলাশী গ্রামের বাসিন্দা রাজু বাগদী (৪৫) এবং পাত্রসায়রের পাটিত গ্রামের জয়ন্ত মণ্ডল (৬৩)। দুজনেই সন্ধ্যাবেলায় মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এসময় হঠাৎই বজ্রগর্ভ মেঘের সঙ্গে শুরু হওয়া বৃষ্টির মধ্যে বাজ পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বর্ষায় বাঁকুড়া জেলায় বজ্রপাতের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর আগে গত ২৪ জুলাই, এক ভয়াবহ বজ্রাঘাতে একই দিনে ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন মৃত্যুর ঘটনায় জেলার কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। লাগাতার নিম্নচাপের জেরে সৃষ্ট বজ্রগর্ভ মেঘের কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy