প্রধানমন্ত্রীর সুরক্ষা বলয়, করোনা আবহে মন্ত্রীদের জন্য বাধ্যতামূলক RTPCR পরীক্ষা

ভারতে করোনার নতুন ঢেউয়ের কারণে দৈনিক সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ নেতৃত্বের সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডে টিভি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে হলে মন্ত্রীদের জন্য RTPCR পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে RTPCR পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়া কোনো মন্ত্রীই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।

উদ্বেগজনক করোনা পরিস্থিতি:

দেশের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন, যা মোট আক্রান্তের সংখ্যাকে ৭ হাজার ১২১-এ পৌঁছে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে আশার কথা, এই সময়ে ৮ হাজার ৫৭৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

রাজ্যভিত্তিক সংক্রমণের চিত্রে দেখা যাচ্ছে, কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, যা ২ হাজার ২২৩। এর পরেই রয়েছে গুজরাট (১২২৩), দিল্লি (৭৫৭) এবং মহারাষ্ট্র (৬১৫)। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে, যা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে নতুন করে ভাবাচ্ছে।

JN.1 সাব-ভেরিয়েন্টের উপসর্গ ও সতর্কতা:

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে কোভিডের JN.1 সাব-ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু নির্দিষ্ট লক্ষণের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে:

গলা ব্যথা
ঘুমের সমস্যা
সর্দি
কাশি
মাথাব্যথা
দুর্বলতা বা ক্লান্তি
পেশীতে ব্যথা
চিকিৎসকদের মতে, “কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা হলো সবচেয়ে বেশি দেখা যাওয়া কিছু লক্ষণ। তবে এগুলো ইনফ্লুয়েঞ্জার লক্ষণও হতে পারে, তাই আগে পরীক্ষা করে নিশ্চিত হওয়া প্রয়োজন।” বেশিরভাগ মানুষের মধ্যেই এই উপসর্গগুলো দেখা যাচ্ছে, যা পরীক্ষা করে সঠিক নির্ণয়ের গুরুত্ব বাড়িয়ে তুলেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মন্ত্রীদের RTPCR পরীক্ষার বাধ্যবাধকতা দেশের করোনা পরিস্থিতি এবং শীর্ষ নেতৃত্বের সুরক্ষার প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত দেয়। একই সাথে, সাধারণ মানুষের মধ্যেও এই নতুন নির্দেশিকা সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো কোভিড-প্রোটোকল মেনে চলা অত্যাবশ্যক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy