স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান’-এর প্রতীক সেন এবং রত্নপ্রিয়া দাসের জুটি দর্শকের কাছে ছিল অত্যন্ত প্রিয়। প্রতীক সেন ইতিমধ্যেই জি বাংলার ‘দাদামণি’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় ফিরেছেন। এবার পালা ছিল রত্নপ্রিয়ার ফেরার। জল্পনা ছিল, তিনিও জি বাংলাতে ফিরতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সেই খবর বাস্তবায়িত হয়নি।
তবে টলিপাড়ার অন্দরের খবর, দীর্ঘ অপেক্ষার পর এবার সান বাংলার পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। তবে এইবার তিনি থাকছেন না নায়িকার চরিত্রে! বরং এক গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে।
রূপকথার নতুন মেগা ‘রূপমতী’:
সূত্রের খবর, সান বাংলায় খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে রূপকথার নতুন ধারাবাহিক ‘রূপমতী’। এই মেগায় নায়িকা ‘রূপমতী’-র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়িতা সান্যালকে। এর আগে পার্শ্বচরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার জয়িতা নায়িকার ভূমিকায় আসছেন। জানা যাচ্ছে, রত্নপ্রিয়া দাস এই গল্পে নায়িকা রূপমতীর মায়ের চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যে এই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে।
নায়ক ও গল্প:
অন্যদিকে, রাজকুমার ‘দেবদত্ত’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অয়ন ঘোষকে, যিনি এর আগে জি বাংলার ‘ডায়মন্ডদিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে নায়ক হিসেবে দর্শকের মন জয় করেছিলেন।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, রাজকন্যা রূপমতী জন্ম নিয়েও ভাগ্যচক্রে নির্বাসিত হন তপবনে। নিজেকে তিনি গড়ে তোলেন এক যোদ্ধা হিসেবে। রূপনগরের রাজত্ব যখন রাক্ষস রানি জটিলা এবং রাজপরিবারের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কালো ছায়ায় বিপন্ন, তখন সিংহাসনের নয়— ন্যায় ও সত্যের লড়াই শুরু করেন রূপমতী। এই আত্মজয়ের উপাখ্যানে তাঁকে সাহায্য করবে রাজকুমার দেবদত্ত এবং পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরি।