ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির (Pranab Mukherjee) জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
অমিত শাহ বৃহস্পতিবার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন:
“ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জি’র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জনসেবায় নিবেদিতপ্রাণ নেতা, সংবিধান সম্পর্কে মুখার্জি জী’র গভীর জ্ঞান তাঁর সরকারি কর্মজীবনকে সংজ্ঞায়িত করেছিল। তাঁর জীবন ও কর্ম আমাদের গণতান্ত্রিক যাত্রাকে অনুপ্রাণিত করে চলবে।”
প্রণব মুখার্জি ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি রাষ্ট্রপতি হওয়ার আগে প্রতিরক্ষা, বিদেশ, অর্থ-সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন।