‘প্রচণ্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও করি না’! কুণাল ঘোষের মুখে বিদ্রোহের সুর, কাকে ইঙ্গিত করলেন ‘টিমের প্লেয়ার’ বলে?

দুর্গাপূজার দশমী শেষ হতেই তৃণমূলের অন্দরে ফের নতুন করে জল্পনা বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং ফেসবুক পোস্ট ঘিরে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি তিনি দলেরই কোনো এক ‘প্লেয়ার’-এর দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুঁড়ে দিয়েছেন।

‘আমি পুরু হতে ভালোবাসি, আলেকজান্ডার নয়’

এক সাক্ষাৎকারে কুণাল ঘোষ নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে বলেন, “একা ওই লোকাল থানা, CBI, ED… জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি, আমি এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছি।” নিজের ব্যক্তিত্বের দৃঢ়তা তুলে ধরে তিনি বলেন,

“আমি যদি দেখি, প্রচণ্ড শক্তিশালীও কেউ, আমার পছন্দ না হয়, আমিও তাঁকে পছন্দ করি না। আমি পুরু হতে ভালবাসি। আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই। কিন্তু আমি আমার মতো থাকব, আমার মাঠে খেলব।”

পুরাণের হনুমানের সঙ্গে নিজেকে তুলনা করে তিনি কার্যত হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “ল্যাজে আগুন দিলে আমি হনুমান হিসেবে পারফর্ম করব।”

টিমের ‘সেই প্লেয়ার’ কে?

কুণাল ঘোষের সবচেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি এসেছে দলের অন্দরের এক ‘প্লেয়ার’কে নিয়ে। তিনি বলেন,

“কীরকম একটা ঝাপসা, মাঝখানে আমি একটা ‘সঙ্কেত’ বলে উপন্যাস লিখেছিলাম। কীরকম ঝাপসা একটা মাঠ, কয়েকজন খেলছে, এমন একজন প্লেয়ার খেলছে, তাকে মনে হচ্ছে, সে আমাদের টিমের, কিন্তু, তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে? বুঝতে পারছি না। কীরকম একটা ঝাপসা, ঝাপসা, ঝাপসা ঝাপসা লাগছে।”

রাজনৈতিক মহলে চর্চা চলছে, কুণাল ঘোষ কি দলের কোনও প্রভাবশালী নেতার দিকেই এই তীর ছুঁড়ে দিলেন?

‘দিদি-ভাইয়ের সম্পর্ক, কিছু লোকের গাত্রদাহ হয়েছিল’

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথাও উল্লেখ করেন কুণাল। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) সঙ্গে দিদি-ভাইয়ের সম্পর্ক। কিছু লোকের গাত্রদাহ হয়েছিল। একটা দূরত্ব হয়ে গেছিল।”

দল ছেড়ে যাওয়া নেতাদের ‘সাফোকেশন’-এর যুক্তিকেও কটাক্ষ করে উড়িয়ে দেন কুণাল ঘোষ। তবে কর্মীদের অধিকার নিয়ে তিনি জোরালো প্রশ্ন তুলেছেন:

“কর্মীরা কেন নেতাদের ওপর নজর রাখবে না! কোন ইস্যু-তে কাকে পাওয়া যায়, কোন ইস্যু-তে কাকে পাওয়া যায় না, কর্মীদেরও তো নজর রাখতে হবে সেগুলো। নেতারা যেমন কর্মীদের ওপর নজর রাখবেন, কর্মীরা নেতাদের ওপর নজর রাখবে না!”

কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্যগুলি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, উৎসবের আবহেও তৃণমূলের অন্দরে কোনো এক ‘প্রচণ্ড শক্তিশালী’ নেতাকে নিয়ে অসন্তোষ তীব্র হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy