কুশমণ্ডি ব্লকের রাজাপুর এলাকায় একটি পোল্ট্রি ফার্ম থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার ফতেপুর-উষাহরণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আলপনা সরকার জানান, “পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত শ্বাসকষ্ট ও অন্যান্য রোগে ভুগছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।” আর এক বিক্ষোভকারী দিবেস সরকার বলেন, “ব্লক প্রশাসন ও থানায় বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কুশমণ্ডি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কুশমণ্ডি থানার আইসি তরুণ সাহা এবং ব্লকের বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। যদিও বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সমস্যার স্থায়ী সমাধান না হয়, তবে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।