পূজোর মাঝে ‘ইচ্ছাকৃত বন্যা’! ডিভিসি-র বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা, লক্ষ্মী পুজোর পর আসছে ‘মহাবিপ্লব’!

উৎসবের মরসুমেই রাজ্যে ইচ্ছাকৃতভাবে বন্যা পরিস্থিতি তৈরির অভিযোগ উঠল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর বিরুদ্ধে। রাজ্যকে কোনো আগাম নোটিশ না দিয়েই বারবার মাইথন ও পাঞ্চেত সহ বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত, তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ‘ইচ্ছাকৃত চক্রান্ত’ এবং ‘অসহনীয়’।

শুক্রবার দুপুর থেকেই ডিভিসি-র জল ছাড়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর এদিন সন্ধ্যায় তিনি ফের তোপ দেগে জানান, “ডিভিসি কর্তৃক একতরফা এবং ইচ্ছাকৃতভাবে জল ছাড়ার সর্বশেষ আপডেট হল যে তারা আজ সন্ধ্যার মধ্যে মাইথন এবং পাঞ্চেত বাঁধ ইত্যাদি থেকে আরও জল ছেড়ে দিয়েছে যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ প্লাবিত হয়।”

“এটি প্রাকৃতিক দুর্যোগ নয়, ডিভিসি দ্বারা সৃষ্ট দুর্যোগ”
ডিভিসি-র এই পদক্ষেপকে ‘লজ্জাজনক, অসহনীয় এবং অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজয়া দশমীর আনন্দ-উল্লাসের মধ্যে জনগণের শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে, ডিভিসি রাজ্যকে কোনো আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, “এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিয়ে, বাংলার লক্ষ লক্ষ জীবনকে আচমকাই বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ।”

লক্ষ্মী পুজোর পর ‘মহাক্যাম্পেন’-এর পথে তৃণমূল
ডিভিসি-র এই ভূমিকার বিরুদ্ধে এবার বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, লক্ষ্মী পুজোর পরেই শাসক দল বড়সড় কর্মসূচী নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। প্লাবিত এলাকায় নজরদারি চালাতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, “আমার সাফ কথা- আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।”

তবে শাসক দলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy