পুলিশের পরীক্ষায় বসার আগেই পুলিশের হাতেই ‘শিকার’! নিউ আলিপুর কলেজে বড়সড় জালিয়াতি ফাঁস

পুলিশের চাকরিতে নিয়োগের পরীক্ষাতেই হানা দিল ভুয়ো পরীক্ষার্থী চক্র। মঙ্গলবার নিউ আলিপুর কলেজে কনস্টেবলের পরীক্ষা চলাকালীন এক জালিয়াতকে হাতেনাতে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত যুবকের নাম লাখাই ঘোষ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গিরিয়া-সেকান্দ্রা এলাকার বাসিন্দা। অন্যের হয়ে ছদ্মবেশে পরীক্ষা দিতে এসে সে এখন শ্রীঘরে।

ঘটনার সূত্রপাত ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে। নিউ আলিপুর কলেজে তখন পুরোদমে চলছে কনস্টেবল নিয়োগের পরীক্ষা। সেই সময় অভিযুক্ত লাখাই ঘোষ নিজেকে মুর্শিদাবাদের সুতি থানার বাসিন্দা আবদুল খালেক বলে পরিচয় দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (SB) আধিকারিকদের নজর এড়ানো সম্ভব হয়নি। লাখাইয়ের আচরণে সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। নথিপত্র খতিয়ে দেখতেই বেরিয়ে আসে আসল সত্য— আবদুল খালেকের পরিচয়পত্র ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন লাখাই।

সকাল ১০টা ৫০ মিনিটে পরীক্ষা শুরুর মুখে গ্রেফতার করা হয় ওই যুবককে। এরপর নিউ আলিপুর কলেজের ভেন্যু সুপারভাইজার তথা বিশেষ শাখার ইন্সপেক্টর প্রতাপ রায়চৌধুরীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। তদন্তের ভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর সুরজিৎ রায়ের হাতে। অভিযুক্ত লাখাই ঘোষকে আলিপুর আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে কোনও বড়সড় আন্তঃজেলা দালালচক্র কাজ করছে। মোটা অঙ্কের বিনিময়ে মেধাবী বা অভিজ্ঞ যুবকদের অন্যের হয়ে পরীক্ষা দিতে পাঠানোর মতো চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনায় পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy