বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানোর ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বড়সড় ধাক্কা খেল কলকাতা পুলিশ। গত ২৩ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শামিল হওয়া যে আন্দোলনকারীদের পুলিশ গ্রেফতার করেছিল, তাঁদের সকলেরই জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। শনিবার আলিপুর আদালতের এই রায়ে কার্যত মুখ পুড়ল প্রশাসনের। জামিনের খবর চাউর হতেই আদালত চত্বরে জমায়েত হওয়া কয়েক’শ সনাতনী কর্মী-সমর্থক জয়ধ্বনি ও স্লোগানে এলাকা কাঁপিয়ে তোলেন।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর একটি বিশাল মিছিল কলকাতার দূতাবাস চত্বরে পৌঁছলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সময় পুলিশি বাধা টপকে বিক্ষোভকারীরা দূতাবাসের গেটের সামনে পৌঁছালে কয়েকজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ ছিল সরকারি কাজে বাধা এবং বেআইনি জমায়েত। কিন্তু এদিন আদালতে সওয়াল-জবাব শেষে বিচারক আন্দোলনকারীদের আইনি অধিকারের স্বপক্ষে যুক্তি শুনে জামিন মঞ্জুর করেন।
আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বিজেপি নেতা অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অন্যায়ভাবে সনাতনীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু সত্যের জয় হয়েছে। এই সরকার হিন্দুদের প্রতিবাদ দেখলে ভয় পায়, তাই জেল-হাজতের ভয় দেখায়।” আন্দোলনকারীদের আইনজীবীদের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকারকে দমানো যাবে না। এই রায়ের পর রাজ্য বনাম আন্দোলনকারীদের সংঘাতের মাত্রা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।