কালনা এক নম্বর ব্লকের মধুপুর কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চে আকস্মিক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকলেন সকলে। শনিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে মঞ্চেই কেঁদে ফেললেন রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা স্বপন দেবনাথ।
১৯৯৮ সালে দল প্রতিষ্ঠার সময় থেকেই যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, সেই সমস্ত পুরনো ও নিবেদিত কর্মীদের এদিন মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয়। আর এই মুহূর্তেই আর নিজেদের ধরে রাখতে পারেননি রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। পুরনো সহযোদ্ধাদের দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে থাকা দলের কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে পরিস্থিতি সামাল দেন।
আবেগতাড়িত কণ্ঠে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “সিপিএমের হার্মাদদের সঙ্গে দিনের পর দিন লড়াই করে দলকে আমরা ক্ষমতায় এনেছি। সেই কঠিন সময়ের ৯০ শতাংশ পুরনো কর্মীদের এক মঞ্চে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই চোখে জল।”
‘রাম-বাম এক’ কটাক্ষ মন্ত্রীর:
আবেগ সামলে মন্ত্রী এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, “সিপিএম যেমন কৌটো বাজিয়ে মানুষের কাছ থেকে পয়সা তুলত, ঠিক একই কায়দায় এখন বিজেপিও সেই পথ নিয়েছে।” তাঁর মতে, ‘রাম-বাম এখন এক’।
মন্ত্রীর কান্না নিয়ে কটাক্ষ বিজেপির:
তবে মন্ত্রীর এই আবেগ এবং ‘রাম-বাম এক’ মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ পাল পাল্টা বলেন, “মানুষের কাজ করার জন্য বিজেপি কর্মীরা যদি সাধারণের কাছে সাহায্য চায়, তাতে অন্যায় কোথায়? তৃণমূলের মতো চাকরি চুরি, বালি চুরি বা গরু চুরির মতো কাজ তো বিজেপি কর্মীরা করেনি!” মন্ত্রীর চোখের জলকে নাটক বলেও কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব।