রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে পৌঁছন। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর এটিই তাঁর প্রথম ভারত সফর হওয়ায় আন্তর্জাতিক মহলে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে তিনি শেষবার ভারত এসেছিলেন।
ঐতিহ্যবাহী কূটনৈতিক প্রথা ভেঙে পালাম বিমানবন্দরে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে স্বাগত জানাতে পৌঁছন। কালো স্যুট ও বুট পরে পুতিন বিমান থেকে নামতেই প্রধানমন্ত্রী মোদী প্রোটোকল ভেঙে উষ্ণ করমর্দন ও কোলাকুলি করেন। পুতিনকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ভারত-রাশিয়ার বন্ধুত্ব কঠিন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আমাদের জনগণের কল্যাণে কাজ করে চলেছে।”
বিমানবন্দর থেকে দুই নেতা একসঙ্গে একই গাড়িতে প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে পৌঁছন। প্রধানমন্ত্রী মোদী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই বিরল মুহূর্তের ছবিও শেয়ার করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে পুতিনের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ শেষে মোদী পুতিনকে রুশ ভাষায় লেখা পবিত্র গ্রন্থ ‘গীতা’ উপহার দেন।
আজ, শুক্রবার, সফরের মূল কর্মসূচী শুরু হবে। সকালে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার পাওয়ার পর পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। উভয় নেতাই FICCI এবং কংগ্রেস আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা আয়োজিত নৈশভোজে অংশগ্রহণের পর রাত ৯টায় পুতিন ভারত ত্যাগ করবেন।