শুল্ক ও তেলের বাজারে চলা আন্তর্জাতিক টানাপোড়েনের মধ্যেই ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৃহস্পতিবার মস্কো থেকে জানিয়েছেন, চলতি বছরেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও তাঁর সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে এই ঘোষণা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।
মস্কোতে ডোভাল বলেন, “ভারত ও রাশিয়ার সম্পর্ক অত্যন্ত উচ্চস্তরের এবং আমরা এই সম্পর্কের মূল্য বুঝি।” তিনি আরও আশা প্রকাশ করেন যে পুতিনের এই সফর সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে। রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সও জানিয়েছে যে চলতি বছরেই পুতিনের এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হবে।
এই ঘোষণার একটি বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি এমন এক সময়ে ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতকে ‘শাস্তি’ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতীয় পণ্যের উপর ইতিমধ্যেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং আগামী ২৭শে আগস্ট থেকে আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশে নিয়ে যাবে। এই পরিস্থিতিতে পুতিনের সফর নিঃসন্দেহে দিল্লির জন্য একটি কূটনৈতিক জয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আমেরিকা যখন ভারতের ওপর চাপ বাড়াচ্ছে, তখন পুতিনের সফর দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে। নয়াদিল্লি ও মস্কোর এই পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক মঞ্চে এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে।