পুতিনের নৈশভোজে শশী থারুরকে আমন্ত্রণ, খাড়গে-রাহুল বাদ! কংগ্রেসের মধ্যে জল্পনা

দু’দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে তাঁর আগমনের পর শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে যোগ দেওয়ার কথা পুতিনের। আর সেই গুরুত্বপূর্ণ নৈশভোজে কংগ্রেস নেতা তথা তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরকে (Shashi Tharoor) আমন্ত্রণ জানানোয় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জাতীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে কিংবা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। দলীয় সূত্রে খবর, শুধু শশী থারুরই ডাক পেয়েছেন।

থাবরুরের মন্তব্য:

আমন্ত্রণ পাওয়ার বিষয়টি স্বীকার করে সাংসদ শশী থারুর জানিয়েছেন, তিনি অবশ্যই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, “আমি জানি না কেন বিরোধী দলনেতাকে ডাকা হল না। আর আমি এটাও জানি না কিসের ভিত্তিতে এই আমন্ত্রণপত্র করা হয়েছে।”

তবে কূটনৈতিক মহলের একাংশের মতে, আন্তর্জাতিক বিষয়ে থারুরের রাষ্ট্রপুঞ্জে কাজ করার এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অভিজ্ঞতা থাকায় হয়তো তাঁকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

আগের অভিযোগ আরও বাড়ল:

শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অংশ নেবেন।

উল্লেখ্য, এর আগে বিরোধীরা অভিযোগ করেছিল যে, বিদেশি রাষ্ট্রপ্রধানরা এলে নৈশভোজে বিরোধী দলনেতাদেরও ডাকার একটি সংস্কৃতি ছিল। কিন্তু মোদি সরকার ক্ষমতায় আসার পরে সেই সংস্কৃতি উঠে গিয়েছে। এদিনের ঘটনা সেই জল্পনাকে যেন আরও বাড়িয়ে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy