দীর্ঘ চার বছর পর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ভারত সফরের আগমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে, বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। রঙিন আলোয় সেজে ওঠা এই বাসভবনেই দুই রাষ্ট্রনেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে।
গতকাল পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদি প্রটোকল ভেঙে পুতিনকে স্বাগত জানানোর পর, সেখান থেকে সরাসরি দুই নেতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছন।
মোদি জানালেন উষ্ণ অভ্যর্থনা: রাশিয়ান প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে (আগের ট্যুইটার) লেখেন:
“আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ সন্ধ্যায় এবং আগামীকাল আমাদের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
“ভারত-রাশিয়া বন্ধুত্ব কঠিন সময়ে পরীক্ষিত এবং এটি আমাদের জনগণের জন্য অনেক উপকারী হয়েছে।”
সফরের গুরুত্ব: এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই পুতিনের প্রথম ভারত সফর। এর আগে পুতিন ২০২১ সালের ডিসেম্বরে ভারতে এসেছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্টের ভারতে আসার কথা ছিল, কিন্তু পরে তিনি কোনো এক কারণে তাঁর সফর বাতিল করেছিলেন। এবার তাঁর এই দুদিনের সফর দুই দেশের মধ্যে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।