একদিকে বিজয়া দশমীর বিষাদ, অন্যদিকে জিয়াগঞ্জের সঙ্গীত জগতে নেমে এলো আরও এক গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং-এর শিক্ষাগুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারী। গুরুর মৃত্যু সংবাদ পেয়েই সব কাজ ফেলে শেষযাত্রায় ছুটে গেলেন শিল্পী অরিজিৎ সিং।
বহু যুগ ধরে জিয়াগঞ্জের হাজারী পরিবার উচ্চাঙ্গ ঘরানার সঙ্গীতের চর্চা করে আসছেন এবং অসংখ্য শিল্পীকে তৈরি করেছেন। তাঁদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হলেন অরিজিৎ সিং।
গুরুর প্রয়াণে অরিজিতের শোক
জানা যায়, শৈশব থেকেই অরিজিৎ প্রথমে শিল্পী ধীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছে তালিম নেন। পরে বীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছে তাঁর সঙ্গীতশিক্ষা চলতে থাকে। আজ তাঁর সেই গুরুর প্রয়াণে মর্মাহত শিল্পী অরিজিৎ সিং। গুরুর প্রতি শ্রদ্ধা জানাতেই মৃত্যুসংবাদ শুনেই তিনি শেষযাত্রায় ছুটে যান।
সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন
বীরেন্দ্রপ্রসাদ হাজারীর প্রয়াণে মুর্শিদাবাদ জেলা হারাল সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। শুধু তাই নয়, তাঁর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও হারালেন তাঁদের অভিভাবককে।
শোকে কাতর জামাতা শংকর মণ্ডল জানান:
“আজ বিজয়া দশমী, আজকের এই দিনে এইভাবে একটি নক্ষত্রের পতন হবে এটা সত্যিই অভাবনীয়। ওঁর হাত দিয়েই তৈরি হয়েছে কত নাম না জানা শিল্পী। তাঁদের মধ্যেই রয়েছেন বিশ্ববিখ্যাত অরিজিৎ সিং।”
বীরেন্দ্রপ্রসাদ হাজারীর মৃত্যুতে জিয়াগঞ্জের সঙ্গীত মহলে নেমে এসেছে গভীর শোকের আবহ।