উৎসবের মরশুম শেষ হলেও অনেকেরই মনে এখন ঘুরতে যাওয়ার প্ল্যান। আপনিও যদি কম খরচে দু’দিনের জন্য হাওয়াবদল করতে চান, তবে আপনার জন্য আদর্শ গন্তব্য হতে পারে ওড়িশার (Odisha) একটি মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম— পঞ্চলিঙ্গেশ্বর।
ওডিশার নীলগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটি প্রাকৃতিক পরিবেশ ও আধ্যাত্মিকতার এক সুন্দর মিশ্রণ। এখানে গেলে আপনি সহজে দু’রাত কাটিয়ে আসতে পারবেন।
পঞ্চলিঙ্গেশ্বর: কেন যাবেন?
পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি নীলগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
প্রাকৃতিক শিবলিঙ্গ: জনশ্রুতি রয়েছে যে এই পাহাড়ের খাঁজে প্রাকৃতিকভাবে সৃষ্টি পাথরের পাঁচটি শিবলিঙ্গ রয়েছে, আর সে কারণেই এই স্থানটির নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। মন্দির পর্যন্ত পৌঁছতে হলে পর্যটকদের প্রায় ২৬০টি সিঁড়ি ভাঙতে হয়।
প্রকৃতির সৌন্দর্য: মন্দির চত্বর থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্যের শোভা আপনার মন ভালো করে দেবে।
বন্যপ্রাণী দর্শন: ভোর কিংবা সন্ধ্যা নামার মুখে এই অঞ্চলে বন্যপ্রাণীদের যাতায়াত বাড়ে। কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে তাদের।
অন্যান্য স্থান: হাতে সময় থাকলে পঞ্চলিঙ্গেশ্বর থেকে ঘুরে আসতে পারেন ঐতিহাসিক চন্দনেশ্বর এবং সমুদ্র নগরী চাঁদিপুর।
কীভাবে পৌঁছবেন?
পঞ্চলিঙ্গেশ্বর যেতে হলে আপনাকে ওড়িশার বালেশ্বর বা বালাসোরের কাছে গাড়ি থামাতে হবে।
ভ্রমণের মাধ্যম গন্তব্য বিস্তারিত
বিমান ভুবনেশ্বর কলকাতা থেকে ভুবনেশ্বর বিমানবন্দরে নামুন। সেখান থেকে গাড়ি নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছনো যাবে।
রেল বালাসোর ট্রেন পথে বালাসোর (Balasore) স্টেশনে নামুন। স্টেশন থেকে বাস অথবা শেয়ার গাড়ি করে সহজে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছনো যায়।
কোথায় থাকবেন?
পঞ্চলিঙ্গেশ্বরে পর্যটকদের থাকার জন্য বেশ কিছু হোটেল ও রিসোর্ট রয়েছে। তবে উৎসবের মরশুমের আশেপাশে ভিড় থাকায় আগের থেকে বুকিং করে আসা ভালো।