পুজোর আনন্দ মুহূর্তেই বদলে গেল গভীর বিষাদে। মহানবমীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর। স্বামী মিলন মণ্ডলের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার জামতলা মোড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দেবী মণ্ডল (১৯)।
বুধবার রাতে স্বামী-স্ত্রী বাইকে করে প্রতিমা দেখতে বের হন। কুলতলি থানার জামতলা মোড়ে রাস্তার ধারে পেট্রোল পাম্পের বাইরে তাঁরা বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই দেবী মণ্ডল রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্বামী মিলন মণ্ডল।
খবর পেয়ে কুলতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দু’জনকেই হাসপাতালে নিয়ে যায়। কুলতলি ব্লক হাসপাতালের চিকিৎসকরা দেবী মণ্ডলকে মৃত ঘোষণা করেন। স্বামী মিলন মণ্ডলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরই চালক গাড়ি নিয়ে পলাতক। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। উৎসবের মরসুমে এমন মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।