পুকুরের জলে দাউ দাউ করে আগুন জ্বলছে—এমন অবিশ্বাস্য ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার থানার কালুত্তক গ্রামে। মঙ্গলবার দুপুরে হঠাৎই গ্রামের একটি পুকুরে আগুন জ্বলতে দেখেন গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা, যার ফলে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
গ্রামবাসী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “কিন্তু পুকুরে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো কেন?”
আগুনের নেপথ্যে কী কারণ?
যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় মানুষদের প্রাথমিক অনুমান:
তেলের ট্যাঙ্কার: প্রায় তিন মাস আগে পুকুরটিতে একটি তেলের ট্যাঙ্কার উল্টে গিয়েছিল। সেই তেলের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
আগুন: মঙ্গলবার দুপুরে পুকুরে থাকা পানায় হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো পুকুরে ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে।
পুলিশ ও দমকলের তৎপরতা
ঘটনার খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশও। ভাতার ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে সঞ্জিত চৌধুরী বলেন, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই বিরল ও আজব ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।