দুর্গাপূজা শেষ হতেই উত্তরবঙ্গে পর্যটকদের ভিড়ের মধ্যেই এল মর্মান্তিক দুর্ঘটনার খবর। শুক্রবার রাতে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রী-বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে উত্তরবঙ্গে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। আবহাওয়া দফতর বিভিন্ন এলাকায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে এবং পাহাড়ি নদীগুলির জলস্তর ক্রমাগত বাড়ছে। এই বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পর্যটক দলটি পাথরঝোরা থেকে সিকিমের গ্যাংটকের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তাটি ছিল পিচ্ছিল। একই সময়ে উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা অন্য একটি গাড়ির তীব্র হেডলাইটের কারণে গ্যাংটকগামী গাড়ির চালক সাময়িকভাবে দৃষ্টিতে সমস্যা বোধ করেন।
ভয়াবহ পরিণতি: সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই গাড়িটি রাস্তা থেকে ছিটকে মেল্লি কিরণি গভীর খাদে পড়ে যায়।
এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। মৃতদের মধ্যে ৩ জন বোজোঝাড়ি এলাকার বাসিন্দা এবং চতুর্থ জন স্থানীয়। আহত ৩ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পর্যটকদের ভিড় ও নিরাপত্তা উদ্বেগ
দুর্গাপূজা শেষ হওয়ায় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিকের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে এখন উপচে পড়া ভিড়। বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ে ধস ও হড়পা বানের আশঙ্কাও তৈরি হয়েছে।
বর্তমানে উত্তরবঙ্গ, সিকিম ও নেপালে হাজার হাজার পর্যটক রয়েছেন। এই পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষার জন্য প্রশাসন কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে কি না, সেই দিকেই সকলের নজর রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মেনে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে পর্যটকদের।