পাহাড় থেকে আসা ছাত্রীদের হেনস্থার অভিযোগ, উত্তপ্ত শিলিগুড়ি! আটক দুই মহিলা

শিলিগুড়িতে ভাড়া থাকা কয়েকজন পাহাড় ও ডুয়ার্সের ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নিজের ওয়ার্ড, ১৭ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ালে শিলিগুড়ি থানার পুলিশ অভিযুক্ত দুই মহিলাকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড় ও ডুয়ার্স থেকে আসা পাঁচজন ছাত্রী শিলিগুড়িতে কলেজ পড়া এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য হাকিমপাড়ার একটি বহুতল বাড়িতে ভাড়া থাকেন। একই বাড়ির প্রথম ও দোতলায় লীলা দত্ত এবং তাঁর বোন রুবি দত্তও ভাড়া থাকেন। অভিযোগ, লীলা ও রুবি শুরু থেকেই ওই ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। বারবার বাড়ির মালিককে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।

সোমবার অভিযোগের মাত্রা আরও বেড়ে যায়। বাড়ির মালিকের অনুমতি ছাড়াই লীলা ও রুবি দত্ত একজন কাঠমিস্ত্রি ডেকে ছাত্রীদের ঘরের জানলা বাইরে থেকে বন্ধ করতে যান। ছাত্রীরা বাধা দিলে তাদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কুরুচিকর মন্তব্য করা হয়। একপর্যায়ে ওই দুই মহিলা ছাত্রীদের ‘বহিরাগত’ বলেও মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা করা হয়। জিটিএ চিফ এগজিকিউটিভ অনিত থাপা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, এবং অন্যান্য রাজনৈতিক নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

ঘটনা প্রকাশ্যে আসার পর সকালে স্থানীয়রা এবং ছাত্রীদের আত্মীয়রা বাড়িটি ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কাউন্সিলার মিলি সিনহা এবং শোভা সুব্বা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু অভিযুক্ত মহিলারা ক্ষমা চাইতে অস্বীকার করে ফের উত্তেজনার সৃষ্টি করেন। পরে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

হেনস্থার শিকার এক ছাত্রী দিশা থাপা জানান, “আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। কিন্তু ঘর ভাড়া নেওয়ার পর থেকেই নানাভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। আমরা ওদের শাস্তি চাই।” অন্যদিকে, অভিযুক্ত লীলা দত্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় কাউন্সিলার মিলি সিনহা এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন এবং পুলিশকে ঘটনার তদন্তের অনুরোধ করেছেন। পুলিশ সুপার রবীন থাপা জানিয়েছেন, অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy