“পাসপোর্ট নিয়মে বড় বদল!”-১ অক্টোবরের পর জন্ম হলে জেনেনিন নয়া নিয়মের খুঁটিনাটি

বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনার সবচেয়ে জরুরি হাতিয়ার হলো পাসপোর্ট। ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পাসপোর্ট বিভাগ কর্তৃক জারি করা এই নথিটি কেবল বিদেশ ভ্রমণের ছাড়পত্রই নয়, বরং আন্তর্জাতিক স্তরে আপনার পরিচয় এবং নাগরিকত্বের প্রধান প্রমাণ। তবে সম্প্রতি পাসপোর্ট তৈরির নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে কেন্দ্র। সাধারণ নাগরিক থেকে শুরু করে কূটনীতিক—সবার জন্যই নথিপত্র এবং পাসপোর্টের ধরনে এসেছে আমূল পরিবর্তন।

পাসপোর্ট তৈরিতে প্রয়োজনীয় নথি: ১. জন্ম প্রমাণপত্র: যারা ১ অক্টোবর, ২০২৩-এর পরে জন্মগ্রহণ করেছেন, পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে তাদের জন্ম তারিখের প্রমাণ হিসেবে শুধুমাত্র ‘বার্থ সার্টিফিকেট’ বা জন্ম প্রমাণপত্রই গ্রহণ করা হবে। তবে এর আগে জন্মানো ব্যক্তিদের জন্য কিছুটা শিথিলতা রয়েছে। তারা দশম শ্রেণির মার্কশিট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল লিভিং সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। ২. ঠিকানা ও বারকোড: পাসপোর্টের নতুন নিয়মে এখন থেকে শেষ পৃষ্ঠায় আর স্থায়ী ঠিকানা মুদ্রিত থাকবে না। পরিবর্তে একটি বিশেষ বারকোড থাকবে, যা স্ক্যান করলেই ইমিগ্রেশন আধিকারিকরা আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন। ৩. বাবা-মায়ের নাম: অনেক ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা এবং পারিবারিক পরিস্থিতির কথা মাথায় রেখে পাসপোর্টের শেষ পাতায় বাবা-মায়ের নাম মুদ্রণের বাধ্যবাধকতা সরিয়ে নেওয়া হয়েছে। এটি বিশেষত একক অভিভাবক বা বিচ্ছিন্ন পরিবারের সন্তানদের জন্য স্বস্তিদায়ক।

রঙ-কোডিং সিস্টেম: এখন থেকে পাসপোর্টের রঙ দেখেই বোঝা যাবে ব্যক্তির পদমর্যাদা। সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের জন্য সাদা, কূটনীতিক বা ডিপ্লোম্যাটদের জন্য লাল এবং সাধারণ নাগরিকদের জন্য নীল রঙের পাসপোর্ট বরাদ্দ করা হয়েছে।

পাসপোর্ট পাওয়ার কতদিন পর বিদেশ যাওয়া যায়? অনেকের মনে প্রশ্ন থাকে, পাসপোর্ট হাতে পাওয়ার পর বিদেশ যেতে কি কোনো নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়? উত্তর হলো—না। পাসপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুত। যদি আপনি ‘তৎকাল’ পদ্ধতিতে আবেদন করেন, তবে পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে মাত্র ৩-৪ দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পেয়ে বিদেশ যেতে পারেন। তবে মনে রাখবেন, পাসপোর্টের পাশাপাশি গন্তব্য দেশের ‘ভিসা’ সংগ্রহ করাও সমান জরুরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy