পার্ক সার্কাস স্টেশন দখলমুক্ত করতে ব্যর্থ রেল, রাজ্যের অসহযোগিতাই কারণ, দাবি রেলমন্ত্রীর

পার্ক সার্কাস রেল স্টেশন চত্বর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান রাজ্য সরকারের অসহযোগিতার কারণে সফল হয়নি, শুক্রবার রাজ্যসভায় এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী এই তথ্য দেন। মন্ত্রীর এই দাবি রাজ্য-কেন্দ্র সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে।

রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্ক সার্কাস রেল স্টেশন এলাকায় সময়ে সময়ে দখলদার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু এই কাজে রাজ্য সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা মেলেনি। ফলস্বরূপ, উচ্ছেদ প্রচেষ্টা বারবার ব্যাহত হয়েছে এবং স্টেশন সংলগ্ন ফুটপাতগুলো এখনও হকারদের দখলে রয়েছে। এর জেরে নিত্যযাত্রীদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে বলে রেলমন্ত্রী উল্লেখ করেন।

যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে রেল:
যাত্রী সুরক্ষা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতীয় রেল যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের বিষয়ে সর্বদা সজাগ। স্টেশনগুলিতে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরপিএফ) মোতায়েন থাকে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সময়, স্থান এবং হুমকির প্রকৃতি বিবেচনা করে সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়। রেলমন্ত্রী আরও জানান যে আরপিএফ মোতায়েনের বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হয় এবং সরকারি রেল পুলিশ (জিআরপি)-এর সঙ্গে সমন্বয় রেখে অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা বিষয়ে রেলমন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। স্টেশন চত্বরে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে রেল মন্ত্রক একাধিক ব্যবস্থা নিয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে, বর্জ্য ফেলার জন্য আলাদা ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে, জল নিকাশি ব্যবস্থার উন্নতি ঘটানো হয়েছে এবং স্টেশন চত্বর ঘন ঘন পরিষ্কার করা হচ্ছে। এছাড়াও, ‘পে অ্যান্ড ইউজ’ প্রকল্পের মাধ্যমে শৌচালয়গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে বলে তিনি জানান।

রেলমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যের শাসক দল অবশ্য এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই পরিস্থিতিতে পার্ক সার্কাস স্টেশন কবে পুরোপুরি দখলমুক্ত হবে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy