পারিবারিক জমি বিবাদের জেরে রক্তক্ষয়ী কাণ্ড, আলিপুরদুয়ারের বীরপাড়ায় তলোয়ারের এলোপাথাড়ি কোপ, ভাইপোর হাতের ৪ আঙুল কাটল কাকা।

আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় জমি নিয়ে পারিবারিক অশান্তির জেরে চরম রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উন্মত্ত এক ভাই তলোয়ারের এলোপাথাড়ি কোপে ভাইপোর হাতের চারটি আঙুল কেটে দিয়েছে এবং নিজের দাদাকেও জখম করেছে। গুরুতর আহত বাবা ও ছেলে দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অশান্তির সূত্রপাত

জমি সংক্রান্ত এই বিবাদের সূত্রপাত হয়েছিল বুধবার রাতে:

  • প্রথম দিনের অশান্তি: জমি নিয়ে কথা কাটাকাটির মাঝে ভাই তার দাদার মাথায় সজোরে ঘুষি মারেন। ভাইকে আটকাতে দাদা তার মুখ চেপে ধরলে, উন্মত্ত ভাই দাদার হাতের একটি আঙুল কামড়ে ছিঁড়ে নেয়।

তলোয়ার নিয়ে আক্রমণ

সেই রাতের মতো অশান্তি মিটলেও পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ভাই তলোয়ার হাতে দাদার বাড়িতে চড়াও হন।

  • ভাইপোর উপর আক্রমণ: উন্মত্ত কাকা তলোয়ারের কোপে তাঁর ভাইপোর ডান হাতের চারটি আঙুল কেটে ফেলেন

  • দাদার উপর আক্রমণ: ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে নিজের ভাইয়ের হাতে তলোয়ারের আঘাত পান দাদা। দাদার মাথায় চোট লেগেছে।

বর্তমান অবস্থা ও আইনি পদক্ষেপ

বাবা ও ছেলেকে গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • আহতদের পদক্ষেপ: আহত বাবা ও ছেলে এই ঘটনার বিচার চেয়ে স্থানীয় থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

  • অভিযুক্তের অবস্থা: ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই পলাতক। এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy