পায়ে প্লাস্টার নিয়েই হাজির কেন্দ্রে! SIR শুনানিতে চূড়ান্ত হেনস্থার অভিযোগ, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ জুড়ে এখন আলোচনার কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। কিন্তু এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে হয়রানি ও চরম ভোগান্তির ছবি। কোথাও অসুস্থ প্রবীণদের কেন্দ্রে আসতে বাধ্য করা হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে মানবিকতার অন্য ছবি। এই টানাপোড়েনের মধ্যেই বুধবার কাকদ্বীপের বিডিও অভিষেক মিশ্রের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিরা পৌঁছে গেলেন অসুস্থ ভোটারদের শয্যাপাশে।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এদিন তিন জায়গায় বাড়িতে গিয়েই শুনানি সম্পন্ন হয়। শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৮৫ বছর বয়সি শয্যাশায়ী আলমবারি শেখ এবং বিশেষভাবে সক্ষম মন্দা ধাড়ার বাড়িতে গিয়ে তাঁদের বক্তব্য শোনেন আধিকারিকরা। অন্যদিকে, আলিপুরদুয়ারে ধরা পড়েছে এক যন্ত্রণাদায়ক চিত্র। দুই পায়ে প্লাস্টার নিয়েই শুনানি কেন্দ্রে হাজির হতে হয় ৫০ বছর বয়সি শিখা ভৌমিককে। অভিযোগ, তাঁর শারীরিক অবস্থার কথা না জেনেই বিএলও নোটিস ধরিয়ে দিয়েছিলেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এই পরিস্থিতির সমাধান খুঁজতে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জোরালো সওয়াল করেন ‘ভার্চুয়াল শুনানি’ বা অনলাইন হিয়ারিংয়ের পক্ষে। তাঁর যুক্তি, “যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ভার্চুয়াল শুনানি করতে পারে, তবে নির্বাচন কমিশন কেন নয়?” বিশেষ করে ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের সশরীরে হাজিরা দেওয়ার বদলে অনলাইনের মাধ্যমে কাজ মেটানোর দাবি জানান তিনি। কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও, আদৌ তা কার্যকর হয় কি না, এখন সেদিকেই নজর সবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy