পানীয় জলের অভাবে তীব্র ক্ষোভ, আসানসোলের হাতিনল গ্রামে ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প করতে দিল না গ্রামবাসীরা, ভোটের বয়কটের হুমকি

প্রায় দু’বছর ধরে পরিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে ভুগছে আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাতিনল গ্রামের বাসিন্দারা। বারবার আবেদন জানিয়েও সুরাহা না মেলায় ক্ষোভ চরমে উঠেছে। যার ফলস্বরূপ, মঙ্গলবার কুলটির হাতিনল গ্রামের প্রাথমিক স্কুলে আয়োজিত সরকারি কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্প করতে দিলেন না গ্রামবাসীরা।

গ্রামবাসীরা ক্যাম্পে যোগদান তো করেনইনি, উল্টে গেট আটকে বাইরে বিক্ষোভ দেখান। ফলে বাধ্য হয়েই সরকারি কর্মীরা ভিতরে চুপচাপ বসে থাকেন।

দু’বছর ধরে দামোদরের ঘোলা জল পান
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় দু’বছর ধরে তাঁরা পানীয় জলের স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। সরকারি জলের লাইনের কল থাকলেও নল দিয়ে জল পড়ে না। বাধ্য হয়েই গ্রামবাসীদের দামোদর নদের ঘোলা জল পান করে দিন কাটাতে হচ্ছে।

গ্রামের এক বাসিন্দা বন্দনা পাল অভিযোগ করেছেন, “দু’বছর ধরে আমরা পানীয় জলের কষ্টে ভুগছি। কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়েছে, কোনও ফল হয়নি। আগে আমাদের জল চাই। তারপরেই আমরা ক্যাম্প করতে দেব। প্রয়োজনে জল না-এলে ২০২৬-এর ভোট বয়কট করা হবে গ্রামবাসীদের পক্ষ থেকে।”

কী বলছেন কাউন্সিলর ও সরকারি কর্মীরা?
ক্যাম্প করতে যাওয়া সরকারি কর্মীরা জানান, গ্রামবাসীরা স্কুলের গেট বন্ধ করে দিয়েছে এবং কেউ ক্যাম্পে আসছেন না। তাঁরা জানান, গ্রামে পানীয় জলের সংকট রয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় কাউন্সিলর তারকনাথ ধীবর জানিয়েছেন, তিনি একাধিকবার বোর্ড মিটিংয়ে এই প্রসঙ্গ তুলেছেন। তাঁর দাবি, জলের লাইন রয়েছে, পাশের টাওয়ারের সঙ্গে পাইপ লাইন জুড়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তাঁর মতে, স্থায়ী সমাধানের জন্য ১০ লক্ষ টাকা প্রয়োজন, সেই টাকা পুরনিগম মঞ্জুর করলেই পানীয় জলের সমস্যার সুরাহা হয়ে যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy